ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষির মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ১৫, ২০২২
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষির মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৫০) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে।  

রোববার (১৫ মে) দুপুরের দিকে নিজ খামারে এ ঘটনা ঘটে।

 

এনামুল ওই গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন থেকে বাড়ির পাশে খামার তৈরি করে মাছ চাষ করছিলেন তিনি।

জানা গেছে, রোববার দুপুরে নিজ খামারের বিদ্যুতের লাইন মেরামত করছিলেন এনামুল। এ সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।