ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডেমরায় ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১৪, ২০২২
ডেমরায় ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।  

শনিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।

ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বলেন, শুক্রবার বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় মাদকবিক্রেতা ডেমরা এলাকায় ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছেন। অভিযানে আল আমিন রোড থেকে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হন নুরুল।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ডেমরা থানা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৪, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।