ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. কাজল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
শনিবার (১৪ মে) এই তথ্য নিশ্চিত করে পুলিশ।
ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন- গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মতিঝিল এজিবি কলোনির পোস্ট অফিস হাইস্কুলের সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কাজলকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ১৪, ২০২২
এজেডএস/এনএসআর