ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

কালাইয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ১৩, ২০২২
কালাইয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার শ্রীপুর গ্রামে বজ্রপাতে হৃদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে গাছের নিচে দাঁড়িয়ে ছিল হৃদয়। এসময় বজ্রপাত হয়ে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় হৃদয়কে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নূর আলম তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী বলেন, ওই কিশোরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।   

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১৩, ২০২২
এসআই

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।