ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ৩১ হাজার লিটার তেল মজুদ রাখায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৩, ২০২২
বগুড়ায় ৩১ হাজার লিটার তেল মজুদ রাখায় জরিমানা 

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ফকির ওয়েল মিলের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল মজুদ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেসঙ্গে সরকারি দামে মজুত করা তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাটখোলা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) সাবরিনা শারমিন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন ফকির (৫৫) বগুড়া শেরপুর উপজেলার হাটখোলা রোড এলাকার মৃত বেলাল ফকিরের ছেলে।

সাবরিনা শারমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল মজুত করার দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ক্ষমা প্রার্থনা করেন ব্যবসায়ী আনোয়ার। তাকে সরকার নির্ধারিত দামে দ্রুত তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১৩, ২০২২
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ