ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

জানাজা শেষে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মে ১১, ২০২২
জানাজা শেষে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ফেনী: আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে নিজেই লাশ হয়ে ফিরেছেন বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম (৭০)। দুর্ঘটনার পর বাস জব্দসহ চালক মো. একলাস মিয়াকে (৩৬) আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (১১ মে) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বাইপাস এলাকার এ দুর্ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম মিরসরাইয় উপজেলার খইয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম মেয়ের জামাতা মো. রিদোয়ান বলেন, সকালে উপজেলার জনার্দ্দনপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টুর বাবা আবদুল মান্নানের জানাজা শেষে বাড়ি ফেরার পথে মস্তননগর বিশ্বরোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির তৃশা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশর উপ-পরিদর্শক (এসআই) টিটু দত্ত বাংলানিউজকে বলেন, তিশা প্লাটিনাম পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের চাপায় বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দিয়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস জব্দসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই টিটু।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মে ১১, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।