ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ১১, ২০২২
বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তেল মজুদ রেখে বাড়তি দামে বিক্রির অভিযোগে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মে) দুপুরে অধিদপ্তরটির হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

এ সময় শায়েস্তাগঞ্জ শহরের রাধাকৃষ্ণ ভান্ডারকে ৭ হাজার টাকা, বাসন্তী স্টোরকে ৪ হাজার টাকা, আব্দুর রউফ স্টোরকে ৫ হাজার টাকা, মুখলিছ দোকানকে ৬ হাজার টাকা, ইকবাল স্টোরকে ৪ হাজার টাকা এবং রিপন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বাংলানিউজকে জানান, ভোজ্য তেলের নির্ধারিত দাম নিশ্চিতে শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৬টি দোকানে আগের দামে কেনা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫ টাকায় বিক্রির কথা থাকলেও বর্তমান মূল্য ২০০ টাকায় বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এরপর তাদের জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।