ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ১১, ২০২২
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির কাজী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরানীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত মনির ওই গ্রামের আলমগীর কাজীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বাড়ির সামনে বৈদ্যুতিক চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারিচালিত একটি অটোভ্যানের ওপর বসে ছিল মনির। এ সময় অসাবধনতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।