ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বিস্ফোরণে ২ নারী দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মে ১১, ২০২২
সাভারে বিস্ফোরণে ২ নারী দগ্ধ

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকজে থেকে বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ মে) দুপুরে পৌর এলাকার নামাবাজারে দাগাআলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় সেলিনা (৬৫) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় মিতু (২২)।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়িতে রান্না করার সময় দাগা আলীর বাড়ি থেকে বিকট শব্দ হয়। পরে আশপাশের লোকজন গিয়ে দেখে সেলিনা ও মিতু দু’জনেই মাটিতে পড়ে আছেন। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বাংলানিউজকে বলেন, তাদের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷ প্রাথমিক চিকিৎসা আমাদের হাসপাতালে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে৷

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ১১, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।