ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোসল করতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ১১, ২০২২
গোসল করতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ফাইল ফটো

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে হুসাইন শেখ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মে) সকালে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুনুর রশীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার (১০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুসাইন ওই গ্রামের উকিল শেখের ছেলে এবং একই এলাকার একটি ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুনুর রশীদ বলেন, হুসাইন গোসল করতে পুকুরে যাওয়ার পরে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় তার কান ফেটে রক্ত পড়তে থাকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ১০, ২০২২
এফআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।