ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন ২০২৪, ০৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় ফ্লাইওভারের ওপরে পড়ে ছিল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ১১, ২০২২
ভাঙ্গায় ফ্লাইওভারের ওপরে পড়ে ছিল যুবকের মরদেহ 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসের আতাদী ফ্লাইওভারের ওপর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, আতাদী ফ্লাইওভারের ওপরে এক পথচারী মারা গেছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাস্তা পর হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গিয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।