ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ১০, ২০২২
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

সিলেট: সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন আহমদ (৪০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

সুজন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের মেসার্স আবুল কালাম মণ্ডল নামে প্রতিষ্ঠানের বিদ্যুৎকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

স্থানীয়রা জানান, মেসার্স আবুল কালাম মণ্ডল নামে প্রতিষ্ঠানের ঠিকাদার আব্দুস সালামের তত্ত্বাবধানে বিদ্যুৎকর্মীর কাজ করতেন সুজন। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করেই লাইনে সংস্কারকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ বলেন, বিদ্যুৎ লাইনে মেরামত কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বলেন, শাটডাউন ছাড়াই লাইন সংস্কারের কাজ করতে গিয়ে ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ১০, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।