ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাইজদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ৯, ২০২২
মাইজদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালী শহর মাইজদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল আল ওয়াসি (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুরের লাতু কাউন্সিলরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিল ওই ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে। সে লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ওয়ার্ডটির লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হয়চ্ছিল। রোববার (৮ মে) দিনগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়। সোমবার দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির ওপর হাত রাখে নাবিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।