ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ৯, ২০২২
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন ...

কুমিল্লা: কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে লম্বা সময় ধরে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।  

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ০৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।