ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ৮, ২০২২
শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. সাকিব হাওলাদার (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৮ মে) সকালে উপজেলার পূর্বখাদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

সাকিব ওই গ্রামের সুজন হাওলাদারের ছেলে। সে স্থানীয় বুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়োশোনা করতো।

সাকিবের চাচা নবি হোসেন বাংলানিউজকে জানান, সকালে দোকানে যাওয়ার জন্য বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল সাকিব। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। এ অবস্থায় সাকিবকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দুর্ঘটনার পরপরই ইজিবাইক রেখে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক ইজবাইকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনায় শিশু মৃত্যু ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।