ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে পুকুর থেকে সুন্দরী কাঠ জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ৭, ২০২২
বাগেরহাটে পুকুর থেকে সুন্দরী কাঠ জব্দ 

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের পুকুর থেকে সুন্দরনের সাত পিস সুন্দরী কাঠ জব্দ করেছে বন বিভাগ।  

শনিবার (৭ মে) দুপুর ২টার দিকে ওই গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ি থেকে কাঠগুলো জব্দ করা হয়।

জানা গেছে, বন বিভাগের সদস্যরা ওই বাড়িতে যাওয়ার পর পরই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন। এ সময় বন বিভাগের সদস্যদের সোহাগের স্ত্রী পলি বেগম জানান, জমি-জমা সংক্রান্ত শত্রুতার কারণে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদের খবর দেওয়া হয়েছে।  

সুন্দরবন পূর্ব বন বিভাগের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে সাত পিস সুন্দরী কাঠ পাওয়া যায়। কাঠগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ