ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ৭, ২০২২
কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লার লালমাইয়ে বোরো ক্ষেতে কাজ করতে মাঠে গিয়ে বজ্রপাতে আবু তাহের (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার।

কৃষক আবু তাহের ওই গ্রামের প্রয়াত তাজুল ইসলামের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, শুক্রবার বিকেলে মাতাইনকোট কমপ্লেক্সের উত্তর দিকের বোরো ক্ষেতে কাজ করছিলেন আবু তাহের। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।