ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনবাগে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ৭, ২০২২
সেনবাগে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে জমজ ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলো, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মো. মোস্তফার সন্তান আলিফ (৩) ও মাহির (৩) এবং উপজেলার কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ বীরকোট গ্রামের মো. ইউসুফের মেয়ে মাহী (১)।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৬ মে) দুপুরে মোস্তফার যমজ ছেলে-মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দু’জনকে অচেতন অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে, বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৫টার দিকে বীরকোট (বায়তুল্লাহ) গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে একই বাড়ির মতিন মিয়ার রান্না ঘরের পানির বালতির মধ্যে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় উপড় হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।