ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ম্যানিলায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ৬, ২০২২
ম্যানিলায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

ঢাকা: ফিলিপাইনের ম্যানিলায় এক লাখ পেসো চুক্তিতে আনোয়ার হোসেন (৬০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে খুন করা হয়েছে। খুনিকে ম্যানিলা পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে এ তথ্য জানতে পেরেছে।

শুক্রবার (৬ মে) ম্যানিলা বুলেটিন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।  

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ মে) ম্যানিলার পাসে সিটিতে বাংলাদেশি ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করে পুলিশ।

ম্যানিলা সিটি পুলিশ প্রধান কর্নেল সিজার প্যাডে-ওস জানিয়েছেন, সন্দেহভাজন খুনি সালিক দিচুয়াল পাসে সিটির ডন কার্লোস সেন্টের বাসিন্দা। সন্দেহভাজন খুনি স্বীকার করেছেন যে আনোয়ারকে হত্যা করার জন্য ১ লাখ পেসো (মুদ্রা) পেয়েছেন। এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি সেখানে গার্মেন্টস ব্যবসা করতেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ০৬, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।