ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুহিতের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ৬, ২০২২
মুহিতের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের কুলখানি শনিবার (৭ মে)অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এদিন বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে এই মিলাদ ও দোয়ায় অংশ নেওয়ার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়া সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সবার দোয়া প্রত্যাশা করেছেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দসহ তাঁর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত গত ৩০ এপ্রিল মারা যান।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ৬, ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।