ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

পত্রিকা বিছিয়ে নামাজ, প্রতি পাতা ৪০ টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ৩, ২০২২
পত্রিকা বিছিয়ে নামাজ, প্রতি পাতা ৪০ টাকা!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের দিন পুরাতন পত্রিকা বিক্রি করতে দেখা গেছে প্রতি পাতা ৪০ টাকা করে। তাও মানুষ কিনেছে এবং দ্রুত সেই পত্রিকা শেষ হয়ে গেছে।

 

মঙ্গলবার (৩ মে) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের বাইরে ঈদের নামাজের পূর্বে এ পত্রিকা বিক্রি করতে দেখা গেছে।

শুনতে অবাক হলেও, এটিই সত্যি। দেরিতে আসায় অনেকে ঈদগাহে ভেতরে জায়গা পাননি। ফলে ঈদের নামাজের সারি চলে আসে মূল সড়কে। সেই নামাজের সারি জামতলা পর্যন্ত দীর্ঘ হয়। বাড়ি থেকে অনেকেই আনেননি জায়নামাজ নিয়ে। ফলে নামাজে দাঁড়াতে সড়কের উপর কিছু বিছানোর জন্য এসব পত্রিকা কিনেছেন মুসল্লিরা।

আলী আকবর জানান, তাড়াহুড়া করে আসায় জায়নামাজ আনতে পারিনি। এখানে কিছু যুবক পত্রিকা ও জায়নামাজ বিক্রি করছে। জায়নামাজ ১০০ থেকে ৫০০ টাকা আর পত্রিকার পাতা ৪০ টাকা। এক পাতা কিনেছি এতেই নামাজ হয়ে গেছে।  

পত্রিকার পাতা বিক্রেতা আনাস মিয়া জানান, পত্রিকার পাতা ৪০ টাকা করে দিচ্ছি, মানুষ নিয়ে নামাজ পড়ছেন। ঈদের দিন একটু লাভের আশায় ঘর থেকে এসব পত্রিকা দ্রুত এনে বিক্রি করছি। মোট ২০০ পাতা ছিল।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ০৩, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।