ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদগাহের পাশে ঈদ মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মে ৩, ২০২২
ঈদগাহের পাশে ঈদ মেলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দুই বছর পর ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঈদের নামাজের পাশে সড়কের ধারে দেখা গেছে অস্থায়ী দোকানিদের মেলা বসাতে।

 

মঙ্গলবার (৩ এপ্রিল) ঈদুল ফিতরের দিন এমন দৃশ্য দেখা যায় ঈদগাহের বাইরে।

মেলা থেকে ঈদগাহে আগত মুসুল্লিরা তাদের সঙ্গে নিয়ে আসা সন্তানদের খেলনা, বেলুন কিনে দিয়েছেন। অনেকে আবার পরিবারের ছোট সদস্যদের জন্য এসব খেলনা কিনে বহন করে নিয়ে গেছেন।  

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ সবচেয়ে বেশি বাচ্চাদের। তাদের জন্য ঈদে অন্যরকম আমেজ তৈরি করেছিল মেলায়। শিশুদের অনেককেই দেখা গেছে এসব দোকান থেকে খেলনা পেয়ে খুশি হতে।

বাবার সঙ্গে ঈদগাহে এসেছিলেন কলেজ রোড এলাকার দ্বিতীয় শ্রেণীর শিশু জিহাদ। সে জানায়, তার বাবাকে ঈদগাহে প্রবেশের সময় সে বলেছিল যেন তাকে বের হয়ে বেলুন কিনে দেয়। বাবা নামাজের পর দিয়েছে এতেই সে খুশি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা,  মে ০৩, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।