ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

দেড় মিনিটের ঝড়ে বিধবার ঈদ আনন্দ ম্লান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ৩, ২০২২
দেড় মিনিটের ঝড়ে বিধবার ঈদ আনন্দ ম্লান

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দেড় মিনিটের এক ঘূর্ণিঝড়ে ম্লান হয়ে গেছে এক বিধবার ঈদের আনন্দ।  

মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে দেড় মিনিটের ঘূর্ণিঝড়ে বিধবার ঘরটি দুমড়ে-মুচড়ে যায়।

মাথা গোজার ঠাঁইটুকু ঝড়ে উড়ে যাওয়ায় দ্বারে দ্বারে ঘুরছেন ওই বিধবা নারী।

স্থানীয়রা জানায়, সকালে ঈদের নামাজ শেষে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে। শুরু হয় ঘূর্ণিঝড়। এতে জবেদা বেগমের (৬৫) ঘর ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। জবেদা বেগমের স্বামী ১৬ বছর আগে মৃত্যুবরণ করেন গনোরিয়া রোগে। বড় ছেলে আলাদা বাড়িতে থাকে তার সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। অপর ছেলে ঢাকা থাকে মায়ের খোঁজ খবর নেয় না। এক মেয়ে বিবাহের পরে ঢাকায় গার্মেন্টস কর্মী।  

এ বিষয়ে বিধবা জবেদা বেগম বলেন, মরিচের মৌসুমে মরিচ তুলে বর্ষার দিনে পাটকাঠি তুলে ভাইদের সহযোগিতায় সংসার চলে। এখন ঈদের দিনে ঘূর্ণিঝড়ের আমার ঘর ভেঙে গেছে। এখন যে কি করবো আল্লাহ্ জানে! 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ঈদের দিনে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক। ঈদ পরবর্তী অফিস খুললে আমরা অসহায় পরিবারকে সাহায্য করবো।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।