ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ৩, ২০২২
সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

জয়পুরহাট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০২ মে) দুপুর দুইটার দিকে উপজেলার পশ্চিম উচনা সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় ২০ বিজিবির অধীনে হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক বিএসএফকে মিষ্টি উপহার দেয়।

এ সময় বিএসএফের পক্ষে গয়েশপুর-চকগোপাল ক্যাম্প কমান্ডার ও এনপি প্রধান সারাবজিৎ সিংক উপহার হিসেবে এসব মিষ্টি গ্রহণ করেন।

একই সময়ে বিএসএফের পক্ষে বিজিবিকেও মিষ্টি উপহার দেওয়া হয়।  

হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার হক সাহেব জানান, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসব গুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। আর এরই ধারাবাহিকতায় আজকের এই দিনে মিষ্টি বিনিময় করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।