ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফেনীর ঈদ জামাতে করোনায় নিহতদের জন্য বিশেষ দোয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ৩, ২০২২
ফেনীর ঈদ জামাতে করোনায় নিহতদের জন্য বিশেষ দোয়া 

ফেনী: ফেনীতে ঈদের প্রধান ও সর্ববৃহত জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে ফেনী আলীয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গন মিজান ময়দানে।

জেলার সর্ববৃহৎ এই ঈদ জামাতে নামাজের ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

এ জামাতে নামাজ আদায় করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা।  

ঈদ জামাতের ইমাম মাওলানা মাহমুদুল হাসান নামাজ পরবর্তী মোনাজাতে করোনায় নিহত সঙ্গে স্বজনদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করেন। বাংলাদেশের সমৃদ্ধির জন্যও দোয়া করেন আগত মুসল্লিরা।  

ঈদ জামাত পূর্ব আলোচনায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দীর্ঘ দুই বছর মহামারি করোনার প্রভাবে মানুষ খোলা মাঠে এক সঙ্গে ঈদের জামাত আদায় করতে পারেনি। দীর্ঘদিন পর সবাই এক সঙ্গে নামাজ পড়তে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া। করোনায় আমরা অনেক স্বজনদের হারিয়েছি। সব স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করছি। ফেনীসহ সারা বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি।  

এছাড়াও ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, লমি হাজারী বাড়ি মসজিদে সাড়ে ৮টায়, জহিরিয়া মসজিদ, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদ ও শান্তি কোম্পানি জামে মসজিদে ৮টা, ফেনী কোর্ট জামে মসজিদে ৭টা, পুলিশ লাইন মসজিদ, সার্কিট হাউজ জামে মসজিদ ও মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদ, ফেনী রেল স্টেশন জামে মসজিদে সাড়ে ৮টা, উপজেলা পরিষদ জামে মসজিদে ৯টা, জিএ একাডেমি হাই স্কুল মাঠে ৮টা ৪৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জেলা কারাগারে ৮টা ও বন্দীদের নিয়ে ঈদ জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ০৩, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।