ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিহত প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ২, ২০২২
নিহত প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদের আগের দিন সোমবার (০২ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রীতির বাবা জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন।

পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়। এ সময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

গত ২৪ মার্চ শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। হামলাকারীদের এলোপাথাড়ি গুলিতে রিকশায় থাকা কলেজ ছাত্রী প্রীতিও প্রাণ হারান।

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান প্রদানের তথ্য তুলে ধরে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ২০১৯ সাল থেকে এপর্যন্ত ৩৫ হাজার ব্যক্তিকে ১১শ কোটির বেশি টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে ২০১৯ সালে দেওয়া হয় ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি এবং ২০২২ সালের এপর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ০২, ২০২২
এমইউএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।