ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

২৭ মিনিটে আশুলিয়া থেকে উত্তরায়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, মে ২, ২০২২
২৭ মিনিটে আশুলিয়া থেকে উত্তরায়!

সাভার (ঢাকা): টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে স্বাভাবিক দিনে আশুলিয়া থেকে উত্তরায় যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। সেই সড়কে ঈদের আগের দিন সময় লেগেছে মাত্র ২৭ মিনিট।

রোববার (০১ মে) দুপুরে মোটরসাইকেলের কিছু যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেল যোগে আশুলিয়ার জামগড়া থেকে উত্তরার হাউজ বিল্ডিংয়ে ২৭ মিনিটে গিয়েছেন এই প্রতিবেদক।

এ সময় দেখা গেছে, জামগড়া থেকে হাউজবিল্ডিং ১৬ কিলোমিটার সড়ক প্রায় মোটামুটি ফাঁকা। চলতি পথে কিছুক্ষণ পর পর এক একটি গাড়ি দেখা গেছে। এছাড়া সড়কের কিছু ভাঙা অংশে গাড়ি ধীর গতিতে চলছে। দূরপাল্লার পরিবহন দেখা গেছে হাতেগোনা। তবে পুরো সড়কজুড়েই ছিল রিকশা।

আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ (টিআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রাস্তা ভাঙা ও সড়কে ডিভাইডার না থাকার কারণে এখানে স্বাভাবিক দিনেও যানজট থাকে। কিন্তু ঈদে মানুষজন বিভিন্ন গন্তব্যে চলে যাওয়ায় রাস্তা এখন একেবারে ফাঁকা হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ০২, ২০২১
এসএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।