ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ হারালেন বৃদ্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, মে ২, ২০২২
আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ হারালেন বৃদ্ধ 

নাটোর: চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে ধান বোঝাই একটি নসিমনের নীচে চাপা পড়ে মো. হাছেন আলী শেখ (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

সোমবার (০২ মে) দুপুরে উপজেলার বিলসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাছেন আলী শেখ উপজেলার খুবজিপুর ইউপির চরপিপলা গ্রামের বাসিন্দা।  

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে হাছেন আলী এক আত্মীয়ের জানাজা নামাজ পড়ার জন্য অটোভ্যানে করে বিলশা এলাকায় যাচ্ছিলেন।

পথে বিলশা মা জননী সেতুর অদূরে একটি মোড়ে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ইঞ্জিন চালিত একটি নসিমের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনস্থলেই মারা যান হাছেন আলী। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।