ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, মে ১, ২০২২
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ঢাকা: বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রেস উইং জানায়, মঙ্গলবার (৩ মে) ঈদের দিন সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নামাজের পর রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

করোনাভাইরাসের সংক্রমণে এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি।

রোববার (০১ মে) দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মে ০১, ২০২২
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।