ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশাল কারাগারে দুই শতাধিক বন্দির মধ্যে ঈদবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
বরিশাল কারাগারে দুই শতাধিক বন্দির মধ্যে ঈদবস্ত্র বিতরণ

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুই শতাধিক বন্দিদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় ২২৩ জন কয়েদী ও হাজতীদের হাতে ঈদবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা প্রমুখ।

সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশাল সমাজ সেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির মাধ্যমে ১৭০ জন পুরুষ বন্দিকে লুঙ্গী, ৪৫ জন নারী বন্দিকে শাড়ি এবং মা বন্দিদের সঙ্গে থাকা ৮ জন শিশুকে নতুন পোষাক তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।