চাঁদপুর: চাঁদপুরে ট্রাকচাপায় ইজিবাইক চালক সুলতান গাজী (৩০) নিহত হয়েছেন। ঘটনার পরপর স্থানীয়রা ট্রাকচালক শহীদুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের পুরান বাজার রঘুনাথুর ওয়াবদার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক সুলতান গাজী চাঁদপুর সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সাখুয়া গুচ্ছগ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। তার তানভীর ইসলাম নামে ৭ মাসের সন্তান রয়েছে।
আটক ট্রাকচালক শহীদুল যশোর জেলার মনিরামপুর গ্রামের মকসুদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সুলতান ইজিবাইক নিয়ে দুপুরে রঘুনাথপুর ওয়াবদার রাস্তার ওপর এলে দ্রুতগামী ট্রাকটি তার ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান মারা যান এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। তখন ইজিবাইকে থাকা এক যাত্রী লাফিয়ে রাস্তায় পড়ে যাওয়ায় প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মো. রাশেদুদজামান ট্রাকটি জব্দ করে ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৬৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনটি