ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
খুলনায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় খন্দকার ফিরোজ আহমেদ নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ফিরোজ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ছোট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক রহমান জানান, ফিরোজ রূপসা উপজেলায় আরআরএফ নামে একটি এনজিওর বিজনেস ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসে তিনি রূপসা শাখায় যোগ দেন। সকালের দিকে অফিসে যাচ্ছিলেন তিনি। আলাইপুর ছোট ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। উত্তেজিত জনতা ধাওয়া দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। চালককে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে হেলপারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।