ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাকাতের শাড়ি নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
যাকাতের শাড়ি নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় মাইক্রোবাসের চাপায় সকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সকিনা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের মৃত তোরাব আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাকাতের শাড়ি আনতে বাড়ি থেকে বের হয়ে পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাড়ি যান সকিনা বেগম। শাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ওই আঞ্চলিক সড়কে পার হচ্ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।