ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ৪ লাখ টাকার চোরাই স্মার্টফোনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
নওগাঁয় ৪ লাখ টাকার চোরাই স্মার্টফোনসহ আটক ১

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে প্রায় চার লাখ টাকার বিভিন্ন মডেলের ১৩টি চোরাই স্মার্টফোনসহ রেজাউল করিম (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নিয়ামতপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক রেজাউল করিম উপজেলার তেঘরিয়া নজরুল ইসলামের ছেলে।  

শুক্রবার ( ২৯ এপ্রিল)  দুপুরে র‌্যাব-৫ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানি উপ-অধিনায়ক মাসুদ রানা এবং কোম্পানি উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে ২৮ এপ্রিল সন্ধ্যায় নিয়ামতপুর বাজারে অভিযান চালায়। এ সময় প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন মডেলের ১৩টি স্মার্টফোনসহ চোরাকারবারী রেজাউল করিমকে হাতেনাতে আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক রেজাউল করিম এসব চোরাই স্মার্টফোন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নিয়ামতপুর বাজারে বিক্রি করতেন।

তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।