ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ফাইল ছবি

বরিশাল:  বরিশাল শহরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মনিরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি
নগরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল এয়ারপোর্ট থানার প‌রিদর্শক (তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে বরিশাল নগরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল ইসলাম সড়কের বিপরীত দিক দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসারকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিঁটকে পড়েন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে চালক ও হেলপার আগুন লাগার পরপরই ট্রাক থেকে নেমে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।