ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ উপলক্ষে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ঈদ উপলক্ষে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ১ প্রতীকী ছবি

সাভার (ঢাকা): ঈদ উপলক্ষে ঢাকার সাভারে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগ আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রাজ্জাক আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ঈদ উৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে চাঁদাবাজরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার বিকেলে নবীনগর এলাকায় দূরপাল্লার পরিবহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় চাঁদা উত্তোলনের দায়ে হাতেনাতে এক জনকে আটক করা হয়।

তিনি বলেন, মূলত সড়কের পাশে পার্কিংয়ের কথা বলে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উঠাচ্ছিলেন রাজ্জাক। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।