ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘরমুখী মানুষের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ঘরমুখী মানুষের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: দরজায় কড়া নাড়ছে ঈদ। বাকি আর মাত্র তিনদিন।

তাই নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারি দেওয়ার জন্য ছুটে আসছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঘরমুখী মানুষ। sফলে যাত্রীবাহী পরিবহনের চাপ কম থাকলেও কাটা গাড়ির (লোকাল) চাপ রয়েছে ঘাট এলাকায়।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে লোকাল গাড়ির যাত্রীদের চাপের দৃশ্য দেখা যায়।  

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পার করা হচ্ছে। তবে লঞ্চের সংখ্যা যাত্রীর চাপের তুলনায় কম হওয়াতে অধিকাংশ যাত্রী ফেরিযোগে পদ্মা নদী পারি দিচ্ছেন।  

পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপার ভাইজার পান্না লাল নন্দী বাংলানিউজকে বলেন, পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় ভোর থেকেই যাত্রীদের চাপ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। বাকি ১৩টি লঞ্চ আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচল করছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় অনেক যাত্রী ফেরিযোগে পার হচ্ছেন নৌপথ।  

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।