ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নিলেন মোহাম্মদ আলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, এপ্রিল ২৮, ২০২২
রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নিলেন মোহাম্মদ আলী

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আলী সরকার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসানের কাছ থেকে তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি এ জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

সম্প্রতি তার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু নির্বাচন না দিয়ে দেশের সব জেলা পরিষদে নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সদ্য সাবেক চেয়ারম্যানদেরই আবারও প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী সরকার আজ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেন।  
   
এদিকে দায়িত্ব গ্রহণের পর রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এ সময় রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নানসহ জেলা পরিষদের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।