ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

লঞ্চ-স্পিডবোটে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
লঞ্চ-স্পিডবোটে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে

মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ ও স্পিডবোটে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা ঘরে ফিরতে শুরু করেছে।

ঈদের ছুটি শুরু হওয়ার আগেই গত দুইদিন ধরে নারী ও শিশু যাত্রীদের ঘরে ফেরার ভিড় দেখা গেছে এ রুটে। তবে বুধবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নৌরুটের লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এরপর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যাত্রীদের চাপ কিছুটা কমে আসে। এরপর বিকেল তিনটা থেকে যাত্রীদের ভিড় আবারও বাড়তে থাকে। বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে শিবচরের বাংলাবাজার ঘাটে। শিমুলিয়া থেকে লঞ্চে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে লঞ্চগুলো বাংলাবাজার ঘাটে আসছে। যাত্রীচাপ নিয়ন্ত্রণে বাংলাবাজার থেকে প্রায় যাত্রীশূন্য লঞ্চগুলো শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ঢাকাগামী যাত্রীদের সংখ্যা বেশ কম রয়েছে।  

এদিকে, ফেরিতেও বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে ফেরি কম থাকায় ঘাট এলাকায় যানবাহন পার হতে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ।  

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, নৌরুটে যাত্রীদের ভিড় বেড়ে চলেছে। বুধবার ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৫ মে পর্যন্ত ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চ সার্ভিস চালু থাকছে। এছাড়া স্পিডবোট ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, লঞ্চ-স্পিডবোটে যাত্রীদের ভিড় বাড়ছে। বৃহস্পতিবার থেকে এ ভিড় আরও বৃদ্ধি পাবে। যাত্রীচাপ অনুযায়ী রাত ১০টা পর্যন্ত লঞ্চ চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।