ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চর রাজীবপুরে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
চর রাজীবপুরে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছচাপায় সুফিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) নিহত গৃহবধু সুফিয়া বেগমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন চর রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত চক্রবর্তী।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাতে আকস্মিকভাবে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কবলে উপজেলা সদরের শিবেরডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

চর রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা বাংলানিউজকে জানান, গুরুতর আঘাতপ্রাপ্ত একজন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।

চর রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহত সুফিয়ার বাড়ি পরিদর্শন করে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছি। পরিবারটিকে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।