ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডিআরইউয়ের সদস্যদের ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ দিল পিআইবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
ডিআরইউয়ের সদস্যদের ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ দিল পিআইবি

ঢাকা: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের দ্বিতীয় ব্যাচে ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডের পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

২৫ এপ্রিল থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী (২৫-২৭ এপ্রিল) এই প্রশিক্ষণে ডিআরইউ’র ৩৫ জন সদস্য অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ'র সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, পিআইবির পরিচালক (প্রশাসন) মো. আফরাজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরইউয়ের তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট মো. মহসিন হোসেন, সাবেক তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, বর্তমান কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু ও সাবেক কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

পিআইবির কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন সমাপনী অনুষ্ঠান সঞ্চলনা করেন। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ে নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে ২৭-২৯ মার্চ প্রথম দফায় ডিআরইউয়ের ৩৫ জন সদস্যকে ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে পিআইবি।

২০২১ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩৫০ সদস্যকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ডিআইরইউর বর্তমান কার্যনির্বাহী কমিটি। পেশাগত কাজে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য আগামী নভেম্বরের মধ্যে ডিআরইউ তার সব সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সংগঠনের তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এমএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।