ঢাকা, বুধবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ জুন ২০২৪, ২৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে ঝড়ে কিশোরী নিহত, পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
পার্বতীপুরে ঝড়ে কিশোরী নিহত, পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরী নিহত হয়েছে। এছাড়াও পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর, খাগড়াবন্ধ, মৌলভীপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালায় ঝড়টি।

নিহত কিশোরীর নাম উম্মে কুলসুম (১৩)। সে উপজেলার হরিরামপুর গ্রামের শওকত আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। মুহূর্তেই উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর, খাগড়াবন্ধ, মৌলভীপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি ইমাম জাফর জানান, ঝড় চলাকালীন দেয়াল চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আশপাশে এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।