ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে বাসচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
পলাশবাড়ীতে বাসচাপায় নিহত ৩

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।  

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে সবজি চাষি তাজু মিয়া (২৫), একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫) ও দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় বাসটি সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তাজু ও চালক সোহেল নিহত হন। এসময় গুরুতর আহত হন সবুজ। এ অবস্থায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান। তাজু সবজি নিয়ে সোহেলের অটোরিকশায় করে পলাশবাড়ীর মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিলেন সবুজ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।