ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘প্রেস কাউন্সিল কী এবং কেন’ শীর্ষক মতবিনিময় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
‘প্রেস কাউন্সিল কী এবং কেন’ শীর্ষক মতবিনিময় সভা

ঢাকা: বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যৌথ উদ্যোগে ‘প্রেস কাউন্সিল কী এবং কেন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মো. শাহ্ আলম। আলোচক ছিলেন প্রেস কাউন্সিল সদস্য মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন ডিআরইউ’র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও মো. তানভীর আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন  ডিআরইউ’র সাবেক সভাপতি শফিকুল করিম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও কবির আহমেদ খান।  

সভায় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বাংলাদেশ প্রেস কাউন্সিলে ডিআরইউ’র প্রতিনিধি রাখার প্রস্তাব করেন।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।