ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

নড়াইলে আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
নড়াইলে আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেফতার

নড়াইল: নড়াইল সদরে তালতলায় নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের খুলনার বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে, সোমবার (২৫ এপ্রিল) বিকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল শেখ নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের মো. রবিউল শেখের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে তালতলা এলাকায় র‌্যাব-৬ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল র‌্যাবের কাছে স্বীকার করেছে সে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাংলানিউজকে বলেন, রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।