ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাঁধ ভেঙে মধ্যরাতে তলিয়ে গেল ‘হালির হাওর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
বাঁধ ভেঙে মধ্যরাতে তলিয়ে গেল ‘হালির হাওর’ ফেসবুক লাইভ থেকে নেওয়া ছবিতে তীব্র বেগে হাওরে পানি প্রবেশ করতে দেখা যাচ্ছে

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফসল বাঁধ ভেঙে ‘হালির হাওরের’ ফসল তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে সবরকম চেষ্টা করেও কোনো সুফল মিললো না।

সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে নদীর পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করে।

তখন ওই ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার ফেইসবুক লাইভে এসে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হলো না, আমাদের সকল চেষ্টা বিফলে গেল। হেরাকান্দি গ্রামের বাঁধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে।

লাইভে তিনি আশেপাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।  

এ ব্যাপারে জানতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেবকে একাধিবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।