ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঙ্গাসের পোনা শিকারের দায়ে ৭ জেলেকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
পাঙ্গাসের পোনা শিকারের দায়ে ৭ জেলেকে জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পাঙ্গাসের পোনা শিকারের দায়ে সাত জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আশিষ কুমার এ জরিমানার আদেশ দেন।

এর আগে, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ভোর রাত থেকে দুপুর বারোটা পর্যন্ত আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ মণ পাঙ্গাসের পোনা, ৯ টি বাঁশের চাই, ৩০ হাজার মিটার অবৈধ পাই জাল ও ৪ টি ট্রলার জব্দ করা হয়।

অভিযানের সময় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছ এতিমখানা ও মাদরাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, অসাধু জেলেরা দীর্ঘদিন ধরে এসব পোনা শিকার করে আসছিল। পাঙ্গাসের পোনা ধরা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ