ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেলা পরিষদ ছাড়া পার্বত্যাঞ্চলের উন্নয়নে সমন্বয়হীনতা সৃষ্টি হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
জেলা পরিষদ ছাড়া পার্বত্যাঞ্চলের উন্নয়নে সমন্বয়হীনতা সৃষ্টি হবে

রাঙামাটি: রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, জেলা পরিষদ ছাড়া পার্বত্যাঞ্চলের উন্নয়নে সমন্বয়হীনতা সৃষ্টি হবে সোমবার (২৫এপ্রিল) সকালে জেলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার উন্নয়ন কাজের গতিশীলতা বাড়াতে হস্তান্তরিত বিভাগগুলোকে জেলা পরিষদের সঙ্গে আরও সমন্বয় বাড়াতে হবে জাতীয় এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদকে নিবিড়ভাবে সম্পৃক্ত করা না গেলে উন্নয়ন কাজে সমন্বয়হীনতা দেখা দেবে তিনি উন্নয়ন কাজ বাস্তবায়নে যেসব বিভাগের আন্তরিকতা এবং অংশগ্রহণের অভাব রয়েছে সেগুলো কাটিয়ে উঠে এলাকার সার্বিক কল্যাণে কাজ করার আহ্বান জানান

 জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, দিপ্তীময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, নিউচিং মারমা, ইলিপন চাকমা, প্রিয় নন্দ চাকমা, বিপুল ত্রিপুরা, মো. আব্দুর রহিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার দত্ত ও সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক অংশ নেন

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।