ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছিনতাইকালে চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ছিনতাইকালে চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

ফেনী: ফেনীতে ছিনতাইকালে ২টি ফোল্ডিং চাকুসহ কিশোর গ্যাংয়ের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত গভীর রাতে ফেনী শহরের তুলাতলী রোডের দাউদপুল সুইমিং পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- ফেনী সদর উপজেলার আফতাব বিবি গ্রামের আবদুল মালেকের ছেলে মো. ইসমাঈল (২২) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খাড়ইখালী মুন্সিরহাট গ্রামের মিজান শেখের ছেলে মো. রাব্বি গোলাম (১৮)। শনিবার তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে ফেনী শহরের দাউদপুল সুইমিংপুল এলাকায় কিশোরগ্যাংয়ের কয়েকজন সদস্য সংগঠিত হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় মো. ইসমাঈল ও রাব্বিকে ২টি ফোল্ডিং চাকুসহ আটক করা হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর উপ-পরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, চাকুসহ আটকরা মূলত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা ওই এলাকায় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতেন। পরে তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।