ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ৫৪ গ্রাম হেরোইনসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
মানিকগঞ্জে ৫৪ গ্রাম হেরোইনসহ আটক ৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫৪ গ্রাম (৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের) হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

 

আটকরা হলেন- একই উপজেলার কান্দাপৌলী এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. রকি (২২), গিলন্ড এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৫) ও খাসড়াকুড়ি এলাকার মো. সিরাজ ফেরাজীর ছেলে আলতাব হোসেন (৪৪)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার বর্তমান মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় পৃথক দু’টি মামলা প্রকৃয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।